বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ভ্যাটের হার কমানোর ইঙ্গিত অর্থমন্ত্রীর
প্রকাশিত - মে ১০, ২০১৭ ৬:৫৫ পিএম
ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ভ্যাটের হার স্বস্তিকর জায়গায় নিয়ে আসতে আইন সংশোধন করা হবে।
বুধবার রাজধানীতে ‘ভ্যাট অনলাইন হেল্প ডেস্ক’ এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে ভ্যাটের হার কত হবে সেটা বাজেটে জানানো বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী।
প্রসঙ্গত নতুন ভ্যাট আইন জুলাই মাস থেকে চালু হবে। আইনটিতে সব ধরণের পণ্য ও সেবায় ১৫ শতাংশ ভ্যাট আরোপ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের বিরোধ চলছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.