রাজশাহীর গোদাগাড়ির মাছমারা নামক গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে (জঙ্গি সাজ্জাদ ও তার স্ত্রী) দম্পতিসহ ৫ জঙ্গি নিহত হয়েছে বলে জানাগেছে। এসময় ২ শিশুকে উদ্ধার করা হয়েছে। অভিযানে ২ পুলিশ সদস্য এবং এক দমকলকর্মী আহত হয়েছে বলে জানাগেছে। এ ঘটনার পর আশাপাশের এক কিঃমিঃ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বিস্ফোরণের সময় আহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। নিহত আবদুল মতিনের বাড়ি গোদাগাড়ির মাটিকাটা ইউনিয়নেই। জঙ্গিদের ঘটানো বিস্ফোরণে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। ওই বাড়ি থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান
স্থানীয়সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে মাছমারা গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিকে ঘিরে রাখে পুলিশ। সকালে দফায় দফায় গোলাগুলিরও শব্দ পাওয়া গিয়েছে।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী নিশ্চিত করে বলেছেন, ‘ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে। এর মধ্যে ওই বাড়ির ভেতর থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আমাদের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।’ রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান ধানক্ষেতের মাঝখানে টিনের ওই বাড়িটির আশপাশের আর কোনও ঘরবাড়ি নেই।