শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
কিম জং উনকে হত্যাচেষ্টায় সিআইএ ও দ. কেরিয়ার গোয়েন্দারা
প্রকাশিত - মে ১৩, ২০১৭ ৭:০০ পিএম
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে হত্যাচেষ্টায় জড়িত রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা। শুক্রবার এক বিবৃতিতে এমন অভিযোগ দায়ের করে তাদের উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের দাবি জানিয়েছে দেশটির প্রসিকিউটররা।
উত্তর কোরীয় প্রসিকিউটররা বলেন, কিম জং উনকে হত্যা করার জন্য দ. কোরিয়ার বিদায়ী গোয়েন্দা প্রধান এবং সিআইএ’র নাম না জানা কয়েকজন গুপ্তচর (মাস্টারমাইন্ড) পরিকল্পনা করে আসছে।
এর এক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, সামরিক কুচকাওয়াজসহ বড় ধরণের কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠান চলাকালে বায়োকেমিক্যাল, তেজস্ক্রিয় বা বিষাক্ত পদার্থের মাধ্যমে কিমকে হত্যার চিন্তা করছে মার্কিন-দ. কোরীয় গুপ্তচরেরা।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, শুক্রবারের বিবৃতিতে দ. কোরীয় ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের (এনআইএস) প্রধান লি বেইং-হু ও সিআইএ’র নাম না জানা মাস্টারমাইন্ডদের অভিযুক্ত করেছে উত্তর কোরীয় প্রসিকিউটররা।
লি এখনো দ. কোরিয়ার গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করে আসছেন। যদিও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে ইন লি’র পরিবর্তে নতুন গোয়েন্দা প্রধানকে মনোনীত করেছেন। তারপরও ‘রাষ্ট্রীয়ভাবে নিকৃষ্ট ঘৃণার’ কাজে জড়িত থাকায় লিসহ সিআইএর ওইসব গুপ্তচরদের বিচারের জন্য উত্তর কোরিয়ার কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। সিএনএন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.