খালেদা ফিরছেন না, স্বপ্নে দেখেছেন মায়া
প্রকাশ: ২০১৫-১০-২৭ ১৮:০৮:১৬
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আ.লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। ২ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আ.লীগ আয়োজিত জনসভা সফল করতে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের বর্তমান অবস্থার জন্য দায়ী হলেন বেগম খালেদা জিয়া। আমি প্রায়ই স্বপ্ন দেখি, বিএনপি নেত্রী বিদেশ থেকে আর দেশে আসবেন না। নানান রোগে তিনি জর্জরিত হয়ে গেছেন। বিভিন্ন ডাক্তারের ধারে ধারে যাচ্ছেন। সবাই তাকে না করে দিচ্ছেন।
মায়া বলেন, ষড়যন্ত্র ছাড়া বিএনপি-জামায়াতের কোনো কর্মসূচি নেই। কিন্তু ষড়যন্ত্র বাংলাদেশে কোনোদিন টিকে নাই আর ভবিষ্যতেও টিকবে না।
নগর আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে এক একটি ঘটনার পর আইএসএর ধোঁয়া তোলা হয়। আইএস এর ধোঁয়া তুলে প্রকৃত অপরাধীদের আড়াল করার ষড়যন্ত্র করা হয়। আজকে প্রকৃত অপরাধীরা বের হচ্ছে। কারা এ ধরণের ঘটনা ঘটিয়েছে, কারা বিদেশি নাগরিকদের হত্যা করেছে তা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, আজকে হোসনী দালানের ঘটনার কারণও দ্রুত বের হয়ে আসবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে তারা ঘটনার প্রকৃত রহস্য বের করবে।
ঢাকা মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ