রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলগুলোতে গত এক বছর যাবৎ পানির সংকট বিদ্যমান। স্থায়ী কোন সমাধান মিলেনি এ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন দীর্ঘ দিন যাবৎ হলে পানির সমস্যা চলছে। প্রায়ই পানি থাকে না। বিশ্ববিদ্যালয়ের ৭৫ তম ব্যাচের এক শিক্ষার্থী বলেন, খাবার পানি না থাকায় গত শনিবার ওয়াস রুম থেকে পানের জন্য পানি সরবরাহ করেছে ক্যান্টিন কর্তৃপক্ষ।
ঐ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলামকে বলেন, এ সমস্যা প্রায় এক বছর যাবৎ চলছে। আমি প্রভোস্ট হিসেবে ইঞ্জিনিয়ারিং বিভাগকে অভহিত করেছি। তারা একেক সময় একেক পরামর্শ দেয়। কিন্তু পার্মানেন্ট কোন সমাধান হয় না। পার্মানেন্ট সলুশনের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগকে চিঠি দিয়েছি। কিন্তু তাদের কোন সাড়া পাই নাই।
হলের সহকারী প্রভোস্ট মোঃ ইলিয়াস হোসাইন বলেন, পানির সমস্যাটা দীর্ঘ দিনের। পানির ট্যাংকি বড় করার কথা থাকলেও এখনও করেনি। পানির সমস্যাটা বছরের এই সময়ে বেশী দেখা দেয়।
ডেপুটি রেজিস্টার মোঃ শাকিল চৌধুরী বলেন, আমরা ইঞ্জিনিয়রিং বিভাগকে পানির সমস্যার বিষয়ে চিঠি দিয়েছি কিন্তু তারা কোন ব্যবস্থা নেননি । আজ রবিবার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ আজিজুর রহমান জানান, গত তিন দিন যাবৎ কবি কাজী নজরুল ইসলাম হলে কাজ চলছে। আমরা কাজের জন্য টাকা চেয়ে আবেদন জানিয়েছি কিন্তু এখনও অনুমোদন পাই নাই।
এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালিইল্লাহ বলেন, আমরা কাজ করে যাচ্ছি। শেরেবাংলা হলের যে সমস্যা ছিল তার সমাধান হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম হলে ডায়নিং এর রিজার্ভার দরকার। তাহলে হয়তো সমস্যাটা থাকবে না। বছরের এই সময়ে পানি সংকট দেখা দেয়। অথচ শিক্ষার্থীরা জানিয়েছেন বছর জুড়ে মাঝে মাঝেই পানি থাকে না।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, পানির এই সমস্যা আজকের নয়। দীর্ঘদিন যাবৎ এ সমস্যায় ভুগতে হচ্ছে। কাজ মাঝে মাঝেই হয় কিন্তু স্থায়ী কোন সমাধান এখনও হয়নি।