পিকাসোর আঁকা ছবি বিক্রি হলো ৪৫ মিলিয়ন ডলারে
প্রকাশ: ২০১৭-০৫-১৬ ১১:২৫:২৫
স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর আঁকা বিখ্যাত একটি চিত্রকর্ম নিউইয়র্কের এক নিলামে ৪৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। ফ্যামমি অ্যাসিসে, রুবি ব্লু (নীল পোশাকে বসে থাকা তরুণী) শিরোনামের ওই ছবিটিকে তার এক প্রেমিকা ডোরা মারের পোর্ট্রেট বলে মনে করা হয়।
জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নাৎসিরা এই ছবিটিকে বাজেয়াপ্ত করে। কিন্তু পরবর্তীতে প্যারিস থেকে মোরাভিয়ার স্থানান্তরের পথে ফ্রান্সের প্রতিরোধ যোদ্ধারা এটিকে নিজেদের দখলে নিয়ে নেয়।
এক মার্কিন নাগরিক ছবিটিকে ৩৬২ কোটি বাংলাদেশি টাকায় কিনে নেয়। ছয় বছর আগের এক নিলামেও এটি ২৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো।
উল্লেখ্য, ডোরা মারের সঙ্গে পিকাসোর নয় বছরের তীব্র সম্পর্ক ছিলো এবং ১৯৩৯ সালের দিকে তিনি প্রেমিকার এই পোর্ট্রেটটি এঁকেছিলেন। পিকাসোর বয়স তখন ৫৮ এবং ডোরা মার ৩১ বছরের ছিলেন। বিবিসি।