রোববার, ২৪ নভেম্বর ২০২৪
মিস ইউএসএ হলেন কারা মেকালখ
প্রকাশিত - মে ১৬, ২০১৭ ১১:৪৩ এএম
চলতি ২০১৭’র মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন কারা মেকালখ নামের এক আফ্রিকান-আমেরিকান তরুণী। নেভাদার লাস ভেগাসে রবিবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাস্থ্যনীতিকে সমর্থন করায় ইতোমধ্যে মেকালখকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয়েছে। কারা মেকালখ নামের ২৫ বছর বয়সী এই শ্যামা সুন্দরী যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার রেগুলেটরি কমিশনে রসায়নবিদ হিসেবে কর্মরত আছেন। কারার জন্ম ইতালিতে।
এরপর তিনি পরিবারের সঙ্গে জাপান, দক্ষিণ কোরিয়া ও হাওয়াইতে বাস করেছেন। তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। প্রতিযোগিতার মঞ্চে তিনি বলেন, আমরা পরমাণু বিদ্যুেকন্দ্র নিয়ন্ত্রণ করি। এছাড়া শিশুদের জন্য ব্যক্তিগত উদ্যোগে কমিউনিটিভিত্তিক বিজ্ঞানচর্চার সঙ্গে আমি যুক্ত।
মিস ইউএসএ হিসেবে তিনি শিশু ও নারীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতশাস্ত্রের মতো ক্ষেত্রগুলোতে যুক্ত হওয়ার ব্যাপারে সাহস ও অনুপ্রেরণা জোগাতে চান। এবারের প্রতিযোগিতায় বৈচিত্র্য ও বহুত্ববাদের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রথম রানারআপ হয়েছেন ছবি ভার্গ। তার জন্ম ভারতে। খবর বিবিসি
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.