স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের দেশের কারাগার আগের থেকে অনেক উন্নত হয়েছে। নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, এখন আমূল পরিবর্তন হয়েছে। আজ সকালে হোটেল লা মেরিডিয়ানে 'কারাগারের মধ্যে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য' শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশে কারা নিরাপত্তা বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে কারাবন্দিদের অধিকার, চাহিদা ও মানবিক বিষয়গুলোর ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক দেশে কারাবন্দিদের শ্রেণি বিন্যাস করা হয়েছে। তবে বাংলাদেশে এখনও তা সম্ভব হয় নি। আগামীতে এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় করা হবে। এ সম্মেলনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর কারা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হবে। এতে কারাগারগুলো আরও উন্নত হবে।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদপ্তরের যৌথ আয়োজনে ঢাকাতে ৪র্থ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংশোধনাগার ব্যবস্থাপকদের এ আঞ্চলিক সম্মেলনের শুরু হয়।