উদ্বোধনী জুটিতে অর্ধশতক পেরোল বাংলাদেশ

প্রকাশ: ২০১৭-০৫-১৭ ১৮:৩৭:১০


Bd Criতামিম ইকবাল ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে ভর করে অর্ধশতক পেরিয়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ৩৪ বলে ৩৫ এবং তামিম ইকবাল ৩১ বলে ১৬ রানে অপরাজিত আছেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১১ ওভারে ৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

এর আগে আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টসে জয়লাভ করেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার,  সাব্বির রহমান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,  মুস্তাফিজুর রহমান ও  রুবেল হোসেন।