বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ধর্ষণের কথা স্বীকার করলেন ‘নাঈম আশরাফ’ নামধারী আব্দুল হালিম
প্রকাশিত - মে ১৮, ২০১৭ ১:৫৬ পিএম
রাজধানীর বনানীর দ্য রেইনট্রি হোটেলে দুই ছাত্রী আটকে রেখে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ‘নাঈম আশরাফ’ নামধারী আব্দুল হালিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাঈম ধর্ষণের কথা স্বীকার করেছেন।
বুধবার রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া গ্রামের একটি বাড়ি থেকে নাঈম আশরাফকে পুলিশ গ্রেফতার করে। বনানীতে দায়ের করা ধর্ষণ মামলায় নাঈম দুই নম্বর আসামী। ডিবি জানিয়েছে, নাঈমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হবে।
অপরদিকে সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, এই ঘটনায় রিমান্ডে থাকা আসামীরা তারা অনেক কিছুই স্বীকার করেছেন। এই ঘটনায় যারা ভিকটিম তারা আদালতে বক্তব্য দিয়েছেন। আসামীদের রিমান্ডে দেয়া তথ্য ভিকটিমদের সঙ্গে ‘ক্রস চেক’ বা যাচাই-বাছাই করা হবে। গত ২৮ মার্চ দ্য রেইনট্রি হোটেলে কী ঘটেছিল তা তদন্ত এবং রিমান্ডের শেষ না হলে বলা যাবে না। তবে ওই ঘটনায় ভিডিও ফুটেজ এখনো পাওয়া যায়নি। ভিডিও ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে।’
এই ঘটনার সঙ্গে দ্য রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের কোন সহযোগিতা আছে কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে মনিরুল ইসলাম আরো বলেন, ‘আমরা এই ঘটনায় আসামী ছাড়াও আরো অনেককে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত শেষ না হলে কে কারা সঙ্গে জড়িত তা নিশ্চিতভাবে বলা যাবে না।’
উল্লেখ্য, গত ২৮ মার্চ রাজধানীর বনানী কে ব্লকের ২৭ নম্বর রোডে অবস্থিত দ্য রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ৬ মে এক অভিযোগকারী বনানী থানায় পাঁচজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন, আপন জুলেয়ার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের পুত্র সাফাত আহমেদ, ইমেকার্স বাংলাদেশ লিমিটেড নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার ‘নাঈম আশরাফ’ ওরফে আব্দুল হালিম, রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। সব আসামীরা ইতোমধ্যে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.