[caption id="attachment_33179" align="alignleft" width="899"] রাজশাহী বিশ্ববিদ্যালয়[/caption]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তিন দিনব্যাপী তায়কোয়ানডো প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে শরীর চর্চা শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় এ ক্যাম্প শুরু হয়।
এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান শরীর চর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল।
তিনি আরো জানান, শনিবার বিকেলে শুরু হওয়া এ প্রশিক্ষণ ক্যাম্প চলবে সোমবার পর্যন্ত। পরদিন মঙ্গলবার আন্তঃবিভাগ তায়কোয়ানডো প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি বিভাগের মোট ৬১ জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। এর মধ্যে ৪২ জন ছাত্র এবং ১৯ জন ছাত্রী। ছেলেদের সাত এবং মেয়েদের চারটি সহ মোট ১১টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
তায়কোয়ানডো প্রশিক্ষণ সম্পর্কে তিনি বলেন, ‘তায়কোয়ানডো প্রশিক্ষণ নিতে শিক্ষার্থীরা খুবই আগ্রহী। এখানে শিক্ষার্থীরা শরীর চর্চা, খেলাধূলা হিসেবে তায়কোয়ানডো প্রশিক্ষণ নিতে আসে। বিশেষ করে মেয়েরা আসে আত্মরক্ষার কৌশল হিসেবে তায়কোয়ানডো শেখার জন্য।’
সানবিডি/ঢাকা/এসএস