বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত দিনব্যাপী ‘পাবলিক অফারিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গত শনিবার (২০ মে ২০১৭ইং) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হল রুমে ্এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি, সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী, অতিরিক্ত সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এ পর্বে সভাপতিত্ব করেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার।
দিনব্যাপী এই কর্মশালায় বিআইসিএম কর্তৃক পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ক্যাপিটাল মার্কেট (পিজিডিসিএম) এর বিভিন্ন ব্যাচের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ক্যাপশনঃ বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত দিনব্যাপী ‘পাবলিক অফারিং’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি, সিনিয়র সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তিনি কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।
সানবিডি/ঢাকা/এসএস