রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে ‘প্রফেসর গোলাম মোর্শেদ ছাত্র কল্যাণ বৃত্তি’ ও ‘প্রফেসর ড. নাসিমা জামান ছাত্র কল্যাণ বৃত্তি’ প্রদান করা হয়েছে। মঙ্গলবার সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে স্নাতক (সম্মান) ও স্নাস্তকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর নাসিমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিভাগের শিক্ষক প্রফেসর মো. মকসুদুর রহমান, প্রফেসর কফিল উদ্দিন আহ্মেদ ও প্রফেসর মো. রুহুল আমিন বক্তৃতা দেন। বিভাগের শিক্ষক ড. ফারহাত তাসনীম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
মরহুম প্রফেসর গোলাম মোর্শেদ বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ড. নাসিমা জামান বিভাগের প্রফেসর ও সভাপতি।
সানবিডি/রাবি/হৃদয়//এসএস