দুই বিদেশি হত্যা মামলার তদন্তে ইইউ সন্তুষ্ট

প্রকাশ: ২০১৫-১০-২৭ ১৮:৩২:১২


eu_88389দুর্বৃত্তের গুলিতে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া বাংলাদেশে বিদেশিদের নিরাপত্তা বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপেও সন্তোষ প্রকাশ করেছে সংস্থাটি।

মঙ্গলবার দুপুরে ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু সন্তুষ্টির কথা জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের নেয়া নিরাপত্তা ব্যবস্থায় বিদেশি নাগরিকরা আগের চেয়ে বেশি নিরাপদ বোধ করছেন। নিরাপত্তার জন্য পুলিশ বাড়তি উদ্যোগ নিয়েছে।

পিয়েরে মায়াদু আরও জানান, ইতালিয় নাগরিক তাভেল্লা সিজার ও জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলার তদন্ত অগ্রগতিতে তারা সন্তুষ্ট।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজার ও ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিওকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ কয়েকটি দেশের দূতাবাস থেকে বাংলাদেশ সফররত নিজ নিজ দেশের নাগারিকদের সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেয়া হয়।

সানবিডি/ঢাকা/রাআ