বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
বেসিস থেকে পদত্যাগ করতে হবে মোস্তাফা জব্বার, রাসেল ও ফারহানাকে
প্রকাশিত - মে ২৪, ২০১৭ ১১:১৪ এএম

বাংলাদেশ অ্যাসেসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) তিনটি পদে নির্বাচনের জন্য যাদের পদত্যাগ করতে হবে, তাদের নাম চূড়ান্ত হয়েছে। তারা হলেন- কার্যনির্বাহী কমিটির সভাপতি মোস্তাফা জব্বার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ এবং ভাইস প্রেসিডেন্ট ফারহানা। লটারির মাধ্যমে এই তিনজনকে বাছাই করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে বেসিস কার্যালয়ে এই লটারির আয়োজন করা হয়। তিনটি পদে নির্বাচনের জন্য ‘পদত্যাগের লটারিতে’ তাদের নাম ওঠে। গঠনতন্ত্র অনুয়ায়ী, ২০১৭-১৮ মেয়াদের তিনটি পদে নির্বাচন অনুষ্ঠান প্রক্রিয়া শুরু করতেই পদত্যাগ করতে হবে এই তিনজনকে। আগামী ২৫ মে নির্বাচন বোর্ড নমিনেশন আহবান করে নোটিশ দেবে।
তিনজনের পদত্যাগের পর ২০১৬-১৯ সালের কমিটির ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার পাল, এম রাশিদুল হাসান, পরিচালক সৈয়দ আলমাস কবির, মোস্তাফিজুর রহমান সোহেল, সোনিয়া বশির কবির এবং রিয়াদ এস এ হোসেইন কমিটিতে থেকে যাচ্ছে। নির্বাচন তফসিল অনুযায়ী আগামী ৮ জুলাই হবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.