দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নানকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী আবু হানিফ। গত ২১ মে ৭ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৫৭৫ টাকা টাকা আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলম বাদী হয়ে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় গাজীপুরের জয়দেবপুর থানায় এ মামলাটি দায়ের করেন।