শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্য গ্রেফতার
প্রকাশিত - মে ২৫, ২০১৭ ৪:৫৭ পিএম
ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন আবু ইউশা(২৮), আনোয়ার হোসেন(৫০), মাহবুবুর রহমান(২৮) ও কাওসার (২৫)।
বুধবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জের কাঁচপুর ও মুন্সিগঞ্জের মাওয়া এলাকায় এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব ১১ এর অধিনায়ক লে: কর্নেল কামরুল হাসান ইত্তেফাককে জানান, গ্রেফতারকৃতদের মধ্যে আবু ইউশা ২০১২ সালে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়ন বাদ দিয়ে জেএমবিতে যোগ দেন। তারা বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিলো। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়।’
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.