অষ্টম পে-স্কেল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সরকারের অনাগ্রহ ও উদাসীনতার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্ধেগ ও ক্ষোভ প্রকাশ করে। মঙ্গলবার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে বর্তমান গণতান্ত্রিক সরকার অর্থনৈতিক ও সামাজিক এবং ভৌত অবকাঠমোগত উন্নয়ন সাধনের মাধমে একটি মানবিক রাষ্ট্র বিনির্মানে যখন গতিশীল ভূমিকা রেখে চলেছে তখন সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে সকল উন্নয়নের প্রত্যক্ষ সহযোগী প্রজাতন্ত্রের বিভিন্ন কর্মচারীবৃন্দ ও শিক্ষদের পেশাগত মর্যাদা বিনষ্ট করে সকলকে তাঁর পেশার প্রতি দায়িত¦ ও প্রেষণা বিরুদ্ধ মনোভার তৈরি করে অষ্টম পে-স্কেল ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে অষ্টম জাতিয় পে-স্কেল স্তরে স্তরে প্রায় দ্বিগুণ হারে বেতন বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের অন্যতম স্তম্ভ বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখে ২০ শতাংশ উৎসব ভাতা প্রস্তাব পাস করা হয়। সরকারের এ সকল সিদ্ধান্ত ও উদ্যোগ যখন তাঁর রাজনৈতিক প্রতিশ্রুতি সর্বোচ্চ প্রয়োগ তখন র্স্বাথান্বেষী মহল সরকারকে এর সুফল ভোগ করেতে না দিয়ে সকলকে সরকার বিরুদ্ধ করে তুলছে।
এমতাবস্থায় অষ্টম জাতিয় পে-স্কেল নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জরুরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি জোর দাবী জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
সানবিডি/ঢাকা/এলাহী/এসএস