[caption id="attachment_40032" align="aligncenter" width="800"] ফরিদ উদ্দিন মাসউদ[/caption]
‘একজন প্রধান বিচারপতি জাতীয় ঐক্যের প্রতীক। কিন্তু বর্তমানে ভাস্কর্য বনাম মূর্তি নিয়ে তার আচরণে জাতি বিভক্ত হয়ে পড়েছে। তিনি বিতর্কিত হয়ে পড়েছেন বলে অনুমেয়। জাতি হতাশ।’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ‘এই পরিপ্রেক্ষিতে তিনি স্বতস্ফূর্ত পদত্যাগ করে জাতিকে মুক্তি দেবেন বলে আশা করি।’
রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
সর্বোচ্চ আদালতের সামনে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য বৃহস্পতিবার রাতে সরানো হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই বঙ্গবন্ধু কন্যাকে এ দেশের আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই, সরকারের সব কলাকুশলি ও সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে।’
ন্যায়বিচারের প্রতীকের নামে এই্ থেমিস দেবীকে পুনঃস্থাপনের চিন্তা না করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘আমরা ভাস্কর্যের বিরোধী নই। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন কোনোভাবেই কাম্য নয়, ঠিক নয়। এরকম যেকোনো কাজে এ দেশের আলেম ওলামা, ধর্মভীরু মানুষের রুচিবোধের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা উচিত বলে আমরা মনে করি।’