বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
রাজধানীতে এক পশলা স্বস্তির বৃষ্টি
প্রকাশিত - মে ২৮, ২০১৭ ৫:৪০ পিএম
রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আজ রবিবার বেলা ১২টার দিকে এই স্বস্তির বৃষ্টি হয়। বেশ কয়েকদিনের দুর্বিষহ তাপপ্রবাহের পর হঠাৎ বৃষ্টিতে জনজীবনে একটু স্বস্তির ছোঁয়া লাগলো।
কাওরান বাজারে আসা ব্যবসায়ী মোস্তাফিজ জানান, কয়েকদিনের টানা গরমে একেবারে অস্থির হয়ে গেছেন। ঢাকার বাইরে থেকে মালামাল নিয়ে তার ঢাকায় আসতে ইচ্ছে করছিল না। তবু জীবীকার জন্য আসতেই হয়। আর এই বৃষ্টিতে হাফ ছেড়ে বাঁচলেন তিনি।
তিনি আরও বললেন, এই বৃষ্টির ফলে শীতল বাতাসে রোজা পালন ভাল ভাবেই করা যাবে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.