বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
রমজানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলনের কর্মসুচী
প্রকাশিত - মে ২৯, ২০১৭ ৪:৪২ পিএম
জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম -এর অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর এক জরুরী বৈঠকে আসন্ন রমজান উপলক্ষ্যে ধারাবাহিক কর্মসূচী ঘোষণা করা হয়েছে।
রাজধানীর বনানীস্থ এনডিএম চেয়ারম্যান কার্যালয়ে যুব আন্দোলনের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্তে নেয়া হয়। কর্মসূচী সমূহের মধ্যে রয়েছে- পথচারীদের জন্য ইফতারের সময় শরবত পান, দুঃস্থ পথশিশুদের জন্য বিনামূল্যে খাবার বিতরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ইত্যাদি।
এছাড়াও ঢাকা মহানগরসহ দেশব্যাপী যুব আন্দোলনের আহ্বায়ক কমিটির আয়োজনে ধারাবাহিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচীতে এনডিএম এর মহাসচিব (চলতি দায়িত্ব) অধ্যাপক আব্দুল্লাহ এম. তাহের, যুব আন্দোলনের আহ্বায়ক লায়ন নুরুজ্জামান হীরা সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সানবিডি/ঢাকা/এসএস
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.