শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
সাড়া ফেলেছে মানিকের ৬ ভাষার গান
প্রকাশিত - মে ২৯, ২০১৭ ৪:৫৩ পিএম
যেকোনো একটি গানের ৬টি ভার্সন করা খুব একটা নতুন খবর নয়। কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা ও সুরের ৬টি অন্তরা নিয়ে একটি গান তৈরি নিশ্চয়ই নতুন। জীবনমুখী এ গানটি করেছেন কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক।
‘Don't loose Hope’ শিরোনামের এই গানটিতে বাংলা, ইংরেজি, আরবি, ফারসি, হিন্দি ও উর্দু মোট ৬টি ভাষার প্রয়োগ করা হয়েছে। গানটি সুস্থ্য বিনোদন পাড়ায় ব্যপক সাড়া ফেলেছে।
বাংলাদেশ তো বটেই, সমগ্র পৃথিবীতে এ ধরনের গান খুব কমই হয়েছে। বাংলা ও ইংরেজি কথা লেখার পাশাপাশি পুরো গানের সুর করেছেন শিল্পী নিজেই। ফারসি ও উর্দু কথাগুলো কবি ইকবালের কবিতা থেকে নেয়া। আর আরবি অংশটুকুর গীতিকার আকমল হোসেইন এবং হিন্দি কথামালা লিখেছেন হামিদুন নেসা পাপড়ি।
গানটির সঙ্গীতায়োজনে রয়েছেন জিএস তুহিন। গানটির একটি গল্পভিত্তিক ভিডিও তৈরী হয়েছে। ভিডিওতে দেখা যাবে তরুণ মডেল-অভিনেতা আমির পারভেজ ও শিশুশিল্পী অনুকে। ভিডিওটির চিত্রধারণ করেছেন আবু সাঈদ খান এবং সম্পাদনা করেছেন শাফায়াত সাকিব।
ভিন্নধারার এ গান প্রসঙ্গে আমিরুল মোমেনীন মানিক বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক প্রয়াস। বাংলাদেশেও যে বিশ্বমানের সঙ্গীত তৈরী হচ্ছে সেটি সারা পৃথিবীকে জানান দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’
গানটির কথা, সুর এবং ভিডিও'র কারণে দর্শকরা গানটি দেখে আলাদা আনন্দ পাবেন বলে জানান এই শিল্পী। গানটি একযোগে ৬টি দেশের টিভি চ্যানেলে প্রচারিত হবে বলেও জানান মানিক। গানটি আজ প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেলেও। এর আগে শিল্পী, সাংবাদিক ও লেখক আমিরুল মোমেনীন মানিক নচিকেতা'র সঙ্গে দ্বৈত গান করে আলোচিত হন।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.