রমজানে বিচ্ছেদ নিষিদ্ধ করলেন ফিলিস্তিনি বিচারক
প্রকাশ: ২০১৭-০৫-২৯ ১৮:১৭:১৫
রমজান মাসে ফিলিস্তিনে বিচ্ছেদ নিষিদ্ধ করলেন দেশটির শরিয়া আদালতের প্রধান মাহমুদ হাবাশ। গত রবিবার এ আদেশ জারি করা হয়। ওই বিচারক বলেন, বিগত বছরগুলো থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শরিয়া আদালতের প্রধান মাহমুদ হাবাশের মতে, রমজান মাসে সারা দিন রোজা রাখতে হয়। এসময় ধূমপানেও রয়েছে নিষেধাজ্ঞা। এ থেকে হতাশ হয়ে কিংবা মেজাজ হারিয়ে, রাগের বসে অনেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। পরে অনুতপ্ত হন। কিন্তু তখন আর করার কিছু থাকে না।
ফিলিস্তিন কর্তৃপক্ষের মতে, ২০১৫ সালে দেশটির পশ্চিম তীর ও গাজায় ৫০ হাজার বিয়ে উদযাপন করা হয়। কিন্তু একই বছর আট হাজারেরও বেশি বিচ্ছেদের আবেদন করা হয়।