অলিম্পিকে ফের ক্রিকেট চান টেন্ডুলকার-ওয়ার্ন
আপডেট: ২০১৫-১০-২৭ ১৯:১১:২৪
অলিম্পিকে ক্রিকেট ফিরিয়ে আনার ব্যাপারে ওয়ার্ন বলছেন,‘ অলিম্পিকের আসরে আমি ক্রিকেট দেখতে চাই। ক্রিকেটের বিজ্ঞাপনের জন্যও দারুণ প্ল্যাটফর্ম হতে পারে অলিম্পিক। আমি দীর্ঘদিন ইন্ডোর ক্রিকেট দেখিনি। জানি না এই মুহূর্তে কী অবস্থায় আছে এই ক্রিকেট। কিন্তু শেষবার দেখেছিলাম যখন দারুণ লেগেছিল। আমি অলিম্পিকে টি-২০-র পক্ষেই। কারণ তিন ঘণ্টার মধ্যে ম্যাচ শেষ হয়ে যাবে। সুতরাং আয়োজকদেরও সুবিধা হবে অনুষ্ঠিত করতে। ক্রিকেট ছড়িয়ে দেওয়ার জন্য এটা দারুণ পদক্ষেপ হবে।’
ওয়ার্নের সুরে গলা মিলিয়ে সচীন বলছেন,‘ টি-২০ ফর্ম্যাটে খেলা হলেই সবচেয়ে ভালো হবে। কারণ যাদের এই খেলাটা সম্বন্ধে ধারণা নেই তারাও বুঝতে পারবেন খেলাটা আসলে কী। সবচেয়ে বড় ব্যাপার তিন ঘণ্টা পরেই মাঠ ফাঁকা হয়ে গিয়ে অন্য ইভেন্ট শুরু করা যাবে।’
সানবিডি/ঢাকা/রাআ