সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চিকুনগুনিয়া রোগের প্রকোপ বেড়েছে। বিশেষ করে ঢাকার সরকারি হাসপাতালগুলোয় প্রতিদিনই এই রোগে আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছেন। এবার ‘চিকুনগুনিয়া’ রোগে আক্রান্ত হলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম।
জানা যায়, গত রোববার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এদিন দুপুরের পর থেকেই অতিরিক্ত জ্বর শুরু হয় মিমের। এরপর সারা শরীর জুড়ে অসহ্য ব্যথা আর বমি। রাতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন নায়িকার বাবা। সব কিছু শুনে চিকিৎসক জানান, এটা চিকুনগুনিয়ার লক্ষণ।
এ প্রসঙ্গে মিমের মা ছবি সাহা বলেন, ‘সম্পূর্ণ বিশ্রাম আর কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন ডাক্তার। তিনদিন পর রক্তের কিছু পরীক্ষা করতে হবে বলে জানিয়েছেন।’
এদিকে এনটিভিতে এবার ঈদে মিমের একটি একক নাচের অনুষ্ঠান হবে। পাঁচ ধরনের নাচে পাঁচটি সাজ। এজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যপরিচালক কবিরুল ইসলাম রতনের তত্ত্বাবধানে গত পাঁচদিন টানা মহড়া করেছেন মিম। আর মিমের অসুস্থতার কারণে সে অনুষ্ঠানটির রেকর্ডিংও স্থগিত করা হয়েছে।
ছবি সাহা আরো বলেন, ‘কলকাতা থেকে ফেরার পর মিম এই অনুষ্ঠানের জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলো। জ্বর নিয়েও সোমবার মিম অনুষ্ঠানের রেকর্ডিং করতে চেয়েছিল। কিন্তু আমরা তা করতে দিইনি। আগে ও সুস্থ হোক, তারপর এসব করা যাবে।