চলতি বছরে স্যামসাংয়ের নোট সিরিজের প্রিমিয়াম স্মার্টফোন আরও বড় হতে যাচ্ছে বলে স্যাম মোবাইলের নতুন ফাঁস হওয়া তথ্যে বলা হয়েছে।
এ ব্যাপারে ফাঁস হওয়া প্রতিবেদনে প্রথম ভিডিওতে দেখা গেছে, নোট ৮ এর ফ্রন্ট প্যানেল এবং ডিসপ্লে সাইজ বিশাল ৬.৩ ইঞ্চি। যা নোট ৭ এর তুলনায় ০.৬ ইঞ্চি বেশি বড়। ইউটিউবে এই স্মার্টফোনের থ্রিডি প্রিন্টেড মডেলের ভিডিওতে স্ক্রিনেই ফিঙ্গারপ্রিন্ট রিডারের ইংগিত দেওয়া হয়েছে।
এছাড়া টুইটারে প্রকাশ করা নতুন আরেক ভিডিওতে দেখানো হয়, নোট ৮ এর ফ্রন্ট হবে গ্লাস প্যানেলের। ভিডিওটি দেখলে মনে হবে নোট ৮ গ্লাস প্যানেল গ্যালাক্সি এস৮ এবং এস৮ প্লাসের মতো। এছাড়া এই ফ্যাবলেটে থাকতে পারে ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা।
উল্লেখ্য, স্যামসাংয়ের খুব শিগগির এই নোট ৮ উন্মুক্ত করার পরিকল্পনা নেই। সামনের বছর উন্মুক্ত হতে পারে এই ডিভাইসটি।
সূত্র: ফোর্বস, স্যাম মোবাইল