রোজার কারণে শুটিং বন্ধ রেখেছেন ডিপজল
প্রকাশ: ২০১৭-০৫-৩১ ০৯:১০:১৩

ঢাকাই চলচ্চিত্রে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বেশ জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনাও করছেন তিনি। বর্তমানে এই অভিনেতার হাতে রয়েছে দুটি সিনেমার কাজ। তবে এই অভিনেতা রোজার কারণে আপাতত এ দুটি সিনেমার শুটিং বন্ধ রেখেছেন।
এ প্রসঙ্গে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘রোজার কারণে সিনেমার শুটিং বন্ধ রেখেছি। রোজার মধ্যে কোনো সিনেমার কাজ করব না। রোজার পরে ‘কোটি টাকার প্রেম’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ শেষ করব। ’
ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এ সিনেমায় মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি।
এদিকে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমার কাজ প্রায় শেষের পথে। এতে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে অভিনয় করেছন চিত্রনায়িক মৌসুমী।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













