‘প্রথমত তোমাকে চাই’ নিয়ে আশাবাদী হিমি
প্রকাশ: ২০১৭-০৫-৩১ ০৯:৩০:৪৯

হাফিজুর রহমান সুরুজ পরিচালিত টেলিফিল্ম ‘প্রথমত তোমাকে চাই’ প্রচারিত হবে আগামী বুধবার দুপুর ২.৪৫ মিনিটে। টেলিফিল্মটিতে অভিনয় করেছেন চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে হিমি।
‘প্রথমত তোমাকে চাই’ টেলিফিল্মটি প্রসঙ্গে হিমি বলেন, এক কথায় ‘প্রথমত তোমাকে চাই’ গল্পটা অসাধারণ। আমি কাজটি করার সময় আমার চরিত্রের ভেতর মুগ্ধ হয়ে ডুবেছিলাম। আমি এই কাজটি নিয়ে খুব আশাবাদী। আশাকরি দর্শকের ভালোলাগবে টেলিফিল্মটি।
এই টেলিফিল্মে হিমি ছাড়াও আরও অভিনয় করেছেন আরফান সাজ্জাদ, মাসুদ আলী খান, সাইদ বাবু, শিরিন বকুল, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













