ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষ
প্রকাশ: ২০১৭-০৬-০১ ১২:২৯:৩০

ভেনেজুয়েলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আবারও বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। বুধবার প্রায় এক লাখ বিক্ষোভকারী দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ বেধে যায়।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ, কারাবন্দী রাজনীতিবিদদের মুক্তি ও জাতীয় নির্বাচনের দাবিতে গত দুই মাস ধরে বিক্ষোভ করে যাচ্ছে বিরোধীরা। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জন নিহত হয়েছে।
বুধবার বিক্ষোভকারীরা রাজধানী কারাকাসের প্রধান সড়ক ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের আটকে দেয়। তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। জবাবে মুখোশপরা যুবকরা নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ও ককটেল ছুড়ে মারে।
ব্রিয়ান সুয়ারেজ নামে আইনের এক ছাত্র বলেন, ‘এটা সবসময় একই রকম। আমরা শান্তিপূর্ণভাবে শুরু করি আর ওরা হামলা চালায়। আমাদেরকে এর জবাব দিতে হবে; আমরাওতো মানুষ।’
এদিকে রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে ও বিরোধীদের দমন বন্ধে মাদুরো সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ৩৪টি দেশের সংগঠন অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস বুধবার ওয়াশিংটনে ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













