এবার রেস্তোরাঁর ব্যবসায় মৌসুমী-ফারদিন
আপডেট: ২০১৭-০৬-০১ ১৮:৩৪:০০

অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁর ব্যবসা চালু করতে যাচ্ছেন চিত্র নায়িকা মৌসুমী। আর তার ব্যবসার সঙ্গী ছেলে ফারদিন। রাজধানীর উত্তরায় খুব শিগগরিই চালু হতে যাচ্ছে এ রেস্তোরাঁ। নতুন এ রেস্তোরাঁর নামও এরইমধ্যে ঠিক করেছেন তারা।
এ প্রসঙ্গে মৌসুমী জানান, খুব শিগগিরই তারা একটি রেস্তোরাঁটি চালু করতে যাচ্ছেন। বর্তমানে উত্তরায় নতুন এই রেস্তোরাঁ সাজানোর কাজ চলছে। মৌসুমীর ছেলে ফারদিন এর নাম দিয়েছে ‘মেরি মন্টানা’। এই নামটিই চূড়ান্ত করেছেন তারা। রমজানের মধ্যে এটি চালু হতে পারে। এর আগে রাজধানীর বসুন্ধরা শপিংমলে স্বামী ওমর সানীকে সঙ্গে নিয়ে একটি ফ্যান হাউস করেছিলেন মৌসুমী।
এদিকে, মৌসুমী বর্তমানে একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ এবং মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন। ছবিগুলোর বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে। খুব শিগগিরই এ দুটি ছবির বাকি কাজ শুরু হবে বলে জানান তিনি। আর মৌসুমীর ছেলে ফারদিন বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর পড়াশোনা করছেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













