সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
আবারো রক্তাক্ত লন্ডন, ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত ৬
প্রকাশিত - জুন ৪, ২০১৭ ১২:৩৩ পিএম
লন্ডনে পৃথক সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছে। সেন্ট্রাল লন্ডনের ব্যস্ততম লন্ডন ব্রিজ এলাকায় শনিবার রাত ১০ টার দিকে দ্রুতগতির একটি চলন্ত গাড়ি পথচারীদের উপর হামলা চালায়। এতে বেশকয়েকজন পথচারী হতাহত হয়েছে বলে জানা গেছে।
নিহতের মধ্যে ঘটনাস্থলেই তিনজন সন্ত্রাসী গুলিতে নিহত হয়েছেন। ছুরি দিয়ে সন্ত্রাসীরা আক্রমণ করে বলে খবর প্রকাশ করেছে সিএনএন।
একই সময়ে ব্রিজ সংলগ্ন একটি বরা (Borough)মার্কেট এলাকায় পথচারীদের উপর ছুরিকাঘাত করা হয়। এতে অন্তত একজন নিহত হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে যে, তারা তৃতীয় একটি ঘটনার কথা জানতে পেরেছে। তবে ওই ঘটনাটি লন্ডন ব্রিজের ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ওই ঘটনাটি লন্ডন ব্রিজ থেকে অন্তত কয়েক কিলোমিটার দুরে ভৌক্সহল ব্রিজের কাছে ঘটেছে। এটি একটি ছিনতাইয়ের ঘটনা।
প্রধানমন্ত্রী থেরেসা মে, এ ঘটনাটি ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।
বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন, এ ঘটনাকে ‘নিষ্ঠুর এবং ভয়ঙ্কর’ বলে উল্লেখ করেছেন। পুলিশ ওই এলাকার হোটেল থেকে পর্যটকদের নিরাপদে নিয়েছে এবং পুরো এলাকা পুলিশ কর্ডন করে রেখেছে।
Copyright © 2025 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.