বাংলাদেশের বিপক্ষে কোনো ভুল করতে চান না অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তিনি বলেন, আমাদের জন্য এখন প্রতিটা ম্যাচেই ফাইনাল, আর আমরা সেইভাবেই খেলতে চাই।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। যার ফলে টুর্নামেন্টে টিকে থাকতে বাকি সব ম্যাচ জিততে হবে স্মিথদের। এমন সমীকরণে অস্ট্রেলিয়ার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। আগামীকাল ওভালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৮ উইকেটে হারলেও টাইগারদের সেমিফাইনালে উঠার সুযোগ এখনো রয়েছে। পরের দুই ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে টাইগারদের জন্য তা কতটা সহজ হবে সেটাই দেখার বিষয়। কেননা পরের দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।