অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, মওদুদ আহমদ তার ভাইয়ের নামে বাড়িটির মূল মালিকের সাথে যে চুক্তি দেখিয়েছিলো সেটার মামলা আপিল বিভাগে খারিজ হয়ে গিয়েছিলো। রায়ে বলা হয়েছিলো পাওয়ার অব অ্যাটর্নি এবং চুক্তিটা জাল জালিয়াতির মধ্যে হয়েছে। বাড়ি অবশ্যই ছাড়তে হবে।
রায়ের পর আজ নিজ কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। তবে, এর আগেই মওদুদ আহমেদ বলেছিলেন তিনি বাড়ি ছাড়বেন না।
রিভিউয়ের আদেশের বিষয়ে মাহবুবে আলম বলেন, ওনাদের অনুরোধে আদালত বলছে, বিচারে ভুল হয়নি। তবে বিষয়টি দেখবো। এখন অবৈধভাবে একজন লোক থাকবে আর সরকার সেটা মেনে নেবে, তা হতে পারে না।
অ্যাটর্নি জেনারেল আরো বলেন, এ মামলায় মওদুদ একটি পাওয়ার অব অ্যাটর্নি দেখিয়েছিলেন যেখানে তার ভাই তাকে বাড়িটি দেখাশুনা করতে নিয়োগ দিয়েছেন। সুতরাং যেখানে তার ভাইয়েরও কোনো টাইটেল নাই, অধিকার নাই তার মামলা ডিসমিস হয়ে গেছে উচ্চ আদালতে। এ বাড়িতে যে তিনি থাকবেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এ কথা বলাতো আমি মনে করি এর চেয়ে বড় ধৃষ্ঠতা আর হতে পারে না।
বাড়ি ছাড়ার বিষয়ে তিনি বলেন, সেটা আমরা দেখবো। অন্য যে কোনো দেশে হলে রাজনিতিবিদ এ প্রশ্ন উঠার সাথে সাথে সম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে দিতেন।
মূল মালিকের সাথে মওদুদ আহমদের বোঝাপড়ার বিষয়ে মাহবুবে আলম বলেন, মালিক তো বিদেশি। স্বাধীনতার পরে আসেনি কোনো সময়েই। এখানে ছিলই না। ওনার এ সমস্ত কথা দুঃখজনক। মূল মালিকের সঙ্গে চুক্তি নিয়ে মামলায় হেরে যেয়ে এ কথা বলাও দুঃখজনক।
গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি নিয়ে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউর) পৃথক দুটি (দুদক ও মওদুদের ভাই)এর আবেদন খারিজ করে দেন।