শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
ফ্লোরিডার অরল্যান্ডোতে গুলিতে ৬ জন নিহত
প্রকাশিত - জুন ৬, ২০১৭ ১০:১৪ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওরল্যান্ডোতে কর্মস্থলে গুলিতে ৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার অরেঞ্জ কাউন্টির শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে এর সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্টীর সম্পর্ক নেই। পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে।
সূত্রের নাম না প্রকাশের শর্তে একজন পুলিশ মার্কিন টিভি ডব্লিউএফটিভিকে জানিয়েছে, বন্দুকধারীসহ ৬ জন নিহত হয়েছে। গুলি করা ব্যক্তি একজন চাকরি বঞ্চিত অসন্তুষ্ট ব্যক্তি। সে ক্ষিপ্ত হয়ে গুলি চালালে ৫জন নিহত হয়। পরে ওই ব্যক্তি নিজে আত্মহত্যা করে।
গোলাগুলিটি শিল্প এলাকায় সংঘটিত হয়েছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। ঘটনাস্থলে জরুরি সেবার গাড়িগুলো হাজির হয়েছে। অরেঞ্জ কাউন্টির মেয়র টেরেসা জ্যাকবকে ঘটনাস্বথলে দেখা গেছে।
মাত্র গত বছরের জুনের ১২ তারিখ ওরল্যান্ডোর একটি ক্লাবে গুলিতে ৪৯ জন নিহত হয়েছিল, আহত হয়েছিল ৫৮ জন। রয়টার্স।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.