রাশিয়ায় মাতাল অবস্থায় ৯ জনকে গুলি করে হত্যা
প্রকাশ: ২০১৭-০৬-০৬ ১০:১৭:৫৪

রাশিয়ার ভের শহরের রেডকিনো এলাকায় মাতাল অবস্থায় গুলি করে ৯জনকে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মৃতদের মধ্যে ৫ পুরুষ ও ৪ নারী রয়েছে। একজন নারীর দেহ গাড়ির পেছন থেকে উদ্ধার করা হয়।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি মাতাল অবস্থায় একটি পার্টিতে প্রবেশ করে গুলি করে হত্যা করে সবাইকে। এক তরুণী কম্বলের নিচে লুকিয়ে নিজের জীবন রক্ষা করে এবং পরবর্তীতে পুলিশকে ফোন করে অবহিত করে।
সন্দেহভাজন ওই ব্যক্তির নাম সের্গেই ইয়েগোরভ। তিনি একজন ইলেকট্রিশিয়ান। রাশিয়ার ভেস্তি টিভি জানিয়েছে সে অপরাধ স্বীকার করেছে।
রাশিয়ার একটি টিভি জানিয়েছে, হামলাকারী অতিথিদের কাছে দাবি করেছিল সে রাশিয়ান সেনাবাহিনীতে প্যারাট্রুপার হিসেবে দায়িত্ব পালন করেছে। কিন্তু কিছু অতিথি তার দাবি অস্বীকার করলে ক্ষেপে গিয়ে বাড়ি থেকে বন্দুক নিয়ে এসে গুলি করে ৯ জনকে হত্যা করে। সূত্র: বিবিসি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













