রহমাতের চাদরে
কত যে আদরে
রাখতে তোমায় চায়।
পাপেরও সীমানা
কমিয়ে আনো না
শিকল দিয়ে পায়।
মনেরই কামনা
যত সব বাসনা
দমন করে নেও।
জীবনটা বাজিয়ে
আলোতে সাজিয়ে
রঙিন করে দেও।
সিয়ামের এই প্রহরে
রহমাতের এই নহরে
ক্ষমা যদি চাও।
রহমানের এই দয়াতে
সবারই খাস দোয়াতে
জান্নাত পেয়ে যাও।
সানবিডি/ঢাক/এসএস