ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীজুড়ে যানজটও যেন স্থায়ী রূপ নিচ্ছে। এতে স্থবির হয়ে পড়ছে গোটা নগরী। বুধবার সকালে স্বাভাবিক সময়ে মাত্র আধাঘণ্টার রাস্তায় চলাচলে সময় লাগছে প্রায় ২ ঘণ্টা। রোযা রেখে গাড়িতে বসে থাকতে থাকতে নগরবাসী যেন হাঁপিয়ে উঠেছেন। বাধ্য হয়েই তারা ভাড়া দিয়েও গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। কর্মস্থলে না গিয়ে কেউবা ফিরে যেতে বাধ্য হচ্ছেন বাসায়।
আজ সকাল থেকেই রাস্তায় ছিল অসহনীয় যানজট। অনেকে গন্তব্যে পৌঁছাতে না পেরে পড়ছেন বিপত্তিতে। রাজধানীর বিভিন্ন স্পটে ঘুরে দেখা গেছে নিউমার্কেট ও ধানমণ্ডি থেকে শুরু করে পুরো মিরপুর সড়কে। ঢাকার উত্তরে নিউমার্কেট, ফার্মগেট, মিরপুরের বিভিন্ন এলাকায় এবং দক্ষিণে পুরানা পল্টন থেকে শুরু করে মতিঝিল, সৈয়দ নজরুল ইসলাম স্মরণী, সদরঘাট এবং পূর্বে মালিবাগ ও মৌচাক ও যাত্রাবাড়ি এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া যাত্রাবাড়ী এলাকা ও বাংলা মোটর থেকে মৌচাক মোড়, তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তা মোড় থেকে মগবাজার পর্যন্ত উড়াল সেতুর নির্মাণ কাজ চলায় অনেক জায়গায় গাড়ি চলাচলের রাস্তা সরু হয়ে পেছনে দীর্ঘ যানজট লেগে থাকছে।
শাহেদ ইকবাল নামে এক যাত্রী বলেন 'সকাল ৮টায় যাত্রাবাড়ী থেকে বারিধারার উদ্দেশে রওয়ানা দিয়েছি ২ ঘন্টায় মাত্র খিলগাঁও আসতে পারলাম। কি করব বুঝতে পারছি না। বাসায় চলে যাব নাকি অফিসে যাব। '