ইরানের পার্লামেন্টে গুলি, নিহত ১
প্রকাশ: ২০১৭-০৬-০৭ ১৩:২৮:২৪

ইরানের পার্লামেন্টে আততায়ীর এলোপাতাড়ি গুলিতে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন সংসদ সদস্য। আজ বুধবার এ ঘটনা ঘটনা ঘটেছে দেশটির তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।ওই প্রহরীর পায়ে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আততায়ীর পরিচয় ও হামলার কারণ এখনও জানা যায়নি। আকস্মিক আক্রমণের কারণে পার্লামেন্টের ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












