বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
মহাকাশে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিলেন আমির খান
প্রকাশিত - জুন ৮, ২০১৭ ৬:২৩ পিএম

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। শুধু চরিত্রের চামড়ার মধ্যে ঢুকে পড়াটা কোনদিন যথেষ্ট ছিল না দঙ্গল তারকার কাছে। সম্প্রতি তিনি বলিউডের একমাত্র খান, যিনি শাহরুখ আর সালমানকে পেছনে ফেলে দিয়েছেন অমরেন্দ্র বাহুবলীর সঙ্গে দৌড়ে! বাহুবলীর পর একমাত্র ‘দঙ্গল’-ই ছুঁয়েছে হাজার কোটির ল্যান্ডমা্র্ক রেকর্ড।
তো আমির খান এবার নতুন উদ্যমে তিনি শুরু করলেন ভারতীয় নভচরী রাকেশ শর্মার জীবনী পড়া। কেননা আমিরের পরবর্তী ছবি যে রাকেশ শর্মার জীবনী নিয়েই! বায়েপিকে নামভূমিকায় অভিনয় করবেন আমির খান। ছবির নাম ‘সারে জাঁহা সে আচ্ছা’।
মহাকাশ জয়ের বিশেষ দিনে তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁন্ধীকে ‘সারে জাঁহা সে আচ্ছা’ এই চারটি শব্দ বলেছিলেন রাকেশ, যা আসলে ধ্রুবপদ হয়ে আছে ভারতীয়দের হৃদয়ে। রাকেশের এই বায়োপিক পরিচালনা করছেন মশেশ মাথাই। আর এ ছবিতেও বিশেষ চরিত্রে দেখা যাবে ফতিমা সানা শেখকেও। আমির ও ফাতিমা এখন অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ছবিতে কাজ করছেন। ইন্ডিয়া ডটকম।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.