রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪
গুম-বন্দুকযুদ্ধে জড়িতদের ‘কালো তালিকা’ করা হচ্ছে : রিজভী
প্রকাশিত - জুন ১০, ২০১৭ ৭:২৫ পিএম
[caption id="attachment_28217" align="alignright" width="650"] ফাইল ছবি[/caption]
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা অত্যাচার, হত্যা-নির্যাতন করছে তাদের 'কালো তালিকা' রচিত হচ্ছে। যারা অন্যায় করছেন, অত্যাচার করছেন- তারা কেউ পার পাবেন না।
তিনি বলেন, বিচার বহির্ভূতভাবে ‘সাধারণ মানুষকে হত্যার’পর ডাকাত কিংবা সন্ত্রাসী বানিয়ে ‘বন্দুকযুদ্ধের’ নাটক বানানো হচ্ছে। এর পেছনে আবার আর্থিক লেনদেনও থাকে। বন্দুকযুদ্ধের নাটক এতো বেশি মঞ্চস্থ হয়েছে যে, জনগণ এখন আর তা বিশ্বাস করে না।
শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় কর্মীদের ব্যবহার করে এই নিপীড়ন চালাচ্ছে। আমি আবারও তাদের বলতে চাই, আপনারা থামেন। আপনারা মনে করছেন, ঝড় হচ্ছে আর দেশবাসী, জনগণ, বিরোধী দল উটপাখির মতো বালির মধ্যে মাথা গুঁজে বসে আছে- তা নয়।’
নরসিংদীর পলাশ, ঢাকার দোহার, মাদারীপুরের শিবচরে শুক্রবার স্থানীয় বিএনপির ইফতার অনুষ্ঠান পণ্ড করে দেয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী।
তিনি বলেন, রমজান মাসে বিরোধী দলের ধর্মীয় অনুষ্ঠান করার অধিকারও তারা রাখছে না। ধারালো খড়্গ উদ্যত করছে, পণ্ড করছে, আক্রমণ করছে, আঘাত করছে, রক্ত ঝরাচ্ছে।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.