জবির ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা শুক্রবার

প্রকাশ: ২০১৫-১০-২৭ ২০:২৮:৫৭


ju-j_84599জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ অক্টোবর শুক্রবার। জানা গেছে প্রতি আসনের বিপরীতে ৭৬ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৭৬০টি আসনের (বিজ্ঞান-৭২৫ ও অন্যান্য-৩৫) বিপরীতে ৫৭ হাজার ৭০৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে। শুক্রবার বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত একযোগে রাজধানীর ২৯টি পরীক্ষা কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং Website (www.jnu.ac.bd অথবা www.result.jnu.ac.bd) এ পাওয়া যাচ্ছে।
পরীক্ষার্থীকে হলে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস (যেমন- ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ইত্যাদি) নিতে দেওয়া হবে না। এছাড়া পরীক্ষার্থীদের হাফ হাতার জামা ও স্যান্ডেল (জুতা ও মোজা ব্যতীত) পরিধান করে পরীক্ষা কেন্দ্রে আসতে বলা হয়েছে।
তবে ধর্মীয় অনুশাসন মেনে যারা পোশাক পরিধান করবে তাদের জন্য পোশাকের শর্ত শিথিলযোগ্য করা হবে। এ সুযোগ নিয়ে যাতে কেউ দুষ্কর্ম করতে না পারে সে ব্যাপারে বিশেষ নজরদারির ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
সানবিডি/ঢাকা/রাআ