২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে রোহিত শর্মার আউট নিয়ে কম জল ঘোলা হয়নি। আবারও যখন আইসিসির বড় টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, তখন সতর্ক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এজন্য ওই ম্যাচে মাঠের দায়িত্বে থাকা পাকিস্তানের আলিম দার ও ইংল্যান্ডের ইয়ান গোল্ডকে এবারের ম্যাচে রাখা হয়নি।
আগামী ১৫ জুন চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ক্যাটেলবার্গ ও কুমার ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন নাইজেল লং। আর চতুর্থ আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওয়ার্থকে রাখা হয়েছে। আর ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রড।