শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড
প্রকাশিত - জুন ১৪, ২০১৭ ১০:৩৭ এএম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও আনপ্রেডিক্টেবল পাকিস্তান। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করলেও কাগজে-কলমে ফেভারিট হিসেবে মাঠে নামছে ইংল্যান্ডই।
কার্ডিফে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩ টায়।
গত ৪২ বছরে তিন বার বিশ্বকাপ ফাইনাল খেললেও ৫০ ওভারের বড় কোন টুর্নামেন্টের শিরোপা জিততে পারেনি ইংল্যান্ড। ইয়োইন মরগানের নেতৃত্বাধীন ভারসাম্যপূর্ণ দলটির মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণের সম্ভাবনা দেখছে ইংল্যান্ড।
পক্ষান্তরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ানো পাকিস্তান সোফিয়া গার্ডেনসে স্বাগতিক দলের বিপক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়।
Copyright © 2024 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.