নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার মোঃ আনোয়ার হোসাইন।
গেষ্ট অব অনার হিসেবে ছিলেন নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান জনাব আনসার আলী ।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে এক বিশেষ রহমত স্বরুপ এবং এর ফজিলত অনেক । সবাইকে ব্যাক্তি,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সংযম, ধৈর্য্যশীল হবার আহবান জানান।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্যবৃন্দ, ও রেজিস্ট্রার মো:রাশিদুল ইসলাম এবং উন্নয়ন ও আর্ন্তজাতিক বিষয় পরিচালক লেঃ কর্ণেল (অব:) একতেদার আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছ্ত্রাীবৃন্দ উপস্থিত ছিলেন।