পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো উত্তরা ব্যাংক লিমিটেড। ইতোমধ্যে কোম্পানির স্থানীয় শেয়ারহোল্ডারদের ব্যাংক একাউন্টে লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। আর অনিবাসী শেয়ারহোল্ডাররা আগামী ১৫ জুন থেকে ১৮ জুন অফিস চলাকালীন সময়ে কোম্পানির হেড অফিস (৪৭, শহিদ বীর উত্তম আশফাক সামাদ সড়ক, ঢাকা-১০০০) থেকে লভ্যাংশের চেক সংগ্রহ করতে পারবেন।
আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা। আর এককভাবে হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। একই সঙ্গে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে সমন্বিতভাবে ৩৩ টাকা ৫২ পয়সা। আর এককভাবে হয়েছে ৩৩ টাকা ৩৭ পয়সা।