বাংলাদেশের ক্রিকেটের 'পোস্টার বয়' হিসেবে খ্যাত সাকিব আল হাসান। একের পর এক রেকর্ড স্পর্শ করে রচনা করছেন নতুন ইতিহাস। এবার আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে বিশ্ব সেরা এ অলরাউন্ডার।
আর মাত্র ৩২ রান হলেই নাম লেখাবেন অলরাউন্ডারদের ৫ হাজার রানের ক্লাবে। পাশাপাশি তার কব্জায় রয়েছে দু'শতাধিক উইকেট শিকারের রেকর্ডও।
ক্রিকেট বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে এ মাইলফলক ছুঁতে যাচ্ছেন সাকিব। এ রেকর্ডবুকে রয়েছেন সনাৎ জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদি ও আব্দুর রাজ্জাক।
এখন পর্যন্ত ১৭৬টি ওয়ানডে খেলেছেন সাকিব। ৩৪.৯৮ গড়ে নামের পাশে জমা করেছেন ৪৯৬৮ রান। এতে ৭টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৩৪টি হাফ সেঞ্চুরি। সাকিবের সর্বোচ্চ রানের ইনিংসটা ১৩৪*। বল হাতে এই অলরাউন্ডার নিয়েছেন ২২৪ উইকেট।