কবিতা অবলম্বনে নাটক ‘যে তুমি হরণ করো’
প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১২:১৩:২১

আফজাল পোস্ট অফিসের চাকুরে, বিদিশা সেলিব্রেটি আর সুতপা খুবই আটপৌরে একজন নারী। সুতপা চিঠিটি লিখে তার অদৃশ্য প্রেমিকের কাছে। কিন্তু উত্তর আসে না। বিদিশা সেলিব্রেটি। চিঠি লেখার আগ্রহ তার নেই। তা জেনেও আফজাল নায়িকাকে একটার পর একটা চিঠি লিখেই যায়।
ওদিকে সুতপার অপেক্ষার পালা শেষ করে চিঠির উত্তর আসে। পোস্টমাস্টার আফজাল সুতপার কাছে অনুল্লেখিত প্রেমিক হিসেবে থেকে যায়। এদিকে বিদিশাও একদিন চিঠি খুলে পড়ে মুগ্ধ হয়ে চিঠির লেখকের খোঁজে সেই পোস্ট অফিসে আসে। পরে বিদিশাই জীবনে প্রথম চিঠি লিখে আফজালের প্রতি। যাতে থাকে অগাধ প্রেমের ইঙ্গিত। কিন্তু আফজাল কোন দিকে যাবে? সুতপা নাকি বিদিশার দিকে?
আফজালের এই টানাপোড়েন নিয়েই এগিয়েছে ‘যে তুমি হরণ করো’ নাটকের গল্প। জনপ্রিয় কবি আবুল হাসানের কবিতা অবলম্বনে নির্মিত নাটকটি এই ঈদে এনটিভিতে প্রচারিত হবে। মোহাম্মদ আলীর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ দিদার। পরিচালক নিজেই এই নাটকের কাহিনী লিখেছেন। নাটকে অভিনয় করেছেন আফরান নিশো, নওশাবা এবং শার্লিন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













