নবাব বনাম বস

প্রকাশ: ২০১৭-০৬-১৫ ১৩:৫৭:২৩


Sakib.Jitগত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খানের ‘শিকারী’ এবং জিতের ‘বাদশা’। এবার ঈদেও মুখোমুখি হচ্ছেন এ দুই তারকা—‘নবাব’ ও ‘বস টু’তে।

এই দুটি ছবিও পরিচালনা করেছেন যথাক্রমে জয়দীপ মুখার্জি ও বাবা যাদব। ‘শিকারী’ ও ‘বাদশা’ দারুণ ব্যবসাসফল হয়েছিল। এবারও কি তা-ই হবে? কী ভাবছেন শাকিব আর জিৎ? জেনেছেন সুদীপ কুমার দীপ

২০১৩ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ‘বস’। প্রথম সপ্তাহে আয় করেছিল তিন কোটি রুপি। পাল্টে দিয়েছিল টালিগঞ্জের সব হিসাব-নিকাশ। সেই ছবিরই পরের কিস্তি ‘বস ২’। গল্প বদলালেও বদলায়নি প্রধান চরিত্রগুলো। বরং যোগ হয়েছে নতুন কিছু চরিত্র। ‘বস’-এর নায়িকা শুভশ্রী গাঙ্গুলী আছেন এখানেও, সঙ্গে যোগ হয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিতের মুখে থাকছে ‘বস’-এর সেই জনপ্রিয়  সংলাপ—‘আমি একবার বলি আর এক শ বার বলি মানেটা একই’ কিংবা ‘সূর্যের পথে যে বাধা হয়ে দাঁড়ায় সূর্য তাকে সরিয়ে দেয়’। বাজেটটাও ‘বস’-এর দ্বিগুণ, জানালেন জিত। ‘বস ২’-এর ভারতীয় অংশের প্রযোজক তিনিই। ভালো ব্যবসা করবে এই ছবি, সে বিশ্বাস নিয়েই টাকা লগ্নি করেছেন। বলেন, “গত বছর থেকে বাংলাদেশি ছবি নিয়মিত দেখছি। এখানকার দর্শক কী চায় সেটাও বুঝে গেছি। এখানে আমার প্রথম ছবি ‘বাদশা’ মুক্তির পর দর্শকের পালস ধরতে পেরেছি। খাঁটি মসলাদার ছবি খুব চলে এখানে। ‘বস ২’ সেই মসলাদার ছবি। শুনেছি ঢাকার বলাকা, মধুমিতা, রাজমনিসহ বড় বড় প্রেক্ষাগৃহ মালিকরা ছবিটি বুকিং দিয়েছেন। আশা করছি, এই ছবি ‘বাদশা’র ব্যবসাকেও ছাড়িয়ে যাবে। ”

গত বছর ‘বাদশা’র সঙ্গে সমানতালে ব্যবসা করেছিল শাকিব খানের ‘শিকারি’। জয়দীপ মুখার্জির এই ছবিতে শাকিবের লুক, অভিনয় ভীষণ প্রশংসিত হয়েছিল। এবারও একই পরিচালকের ছবি ‘নবাব’-এ দেখা যাবে তাঁকে। ‘শিকারি’তে শাকিবের নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি, ‘নবাব’-এ শুভশ্রী গাঙ্গুলী। ছবির ট্রেইলারে আবারও পাওয়া গেল নতুন শাকিবকে। কী ভাবছেন শাকিব? “গল্প, গান, লোকেশন—সব দিক থেকেই ‘শিকারি’র চেয়ে এগিয়ে ‘নবাব’। ছবির ট্রেইলার ও গান লুফে নিয়েছে দর্শক। আমার লুকটাও প্রশংসিত হয়েছে। প্রযোজকের কাছে শুনলাম ঢাকার সনি, অভিসার, মুক্তি, জোনাকীসহ দেশের নামকরা শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করছি, এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে পারব”—বললেন শাকিব।

ঈদে ‘বস ২’ দুই বাংলায় মুক্তি পেলেও ‘নবাব’ শুধু বাংলাদেশে মুক্তি পাবে। কলকাতায় মুক্তি পাবে আরো কয়েক সপ্তাহ পর। তবে এ নিয়ে কোনো মাথাব্যথা নেই শাকিবের। প্রযোজকের সিদ্ধান্তই সব। গত বছর ‘শিকারি’ও ঈদের পর মুক্তি পেয়েছিল কলকাতায়। তবু দারুণ সফল হয়েছে সেখানে। শাকিব বলেন, “ছবি ভালো হলে দর্শক দেখবেই। দুই দেশে একসঙ্গে মুক্তি দিতে হবে এমন কোনো কথা নেই। আমির খানের ‘দঙ্গল’ সেই কবে মুক্তি পেয়েছে! অথচ চীনে সম্প্রতি দারুণ ব্যবসা করল ছবিটি। ‘নবাব’ও তাই করবে। গল্পে নতুনত্ব আছে। শেষ দৃশ্য পর্যন্ত দর্শক বুঝবে না কী হচ্ছে। ”

‘নবাব’-এর গান ও ট্রেইলার দেখেছেন জিৎ। শাকিবকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। বলেন, “সত্যিই দারুণ অভিনয় করেন শাকিব। ঢাকাই ইন্ডাস্ট্রিতে একাই প্রতিনিধিত্ব করছেন। আমি ‘নবাব’-এর ট্রেইলার দেখে ‘শিকারি’র সঙ্গে মেলাতেই পারিনি। দিন দিন যেন বয়স কমছে ওর। শাকিবের জন্য শুভ কামনা। ‘বস ২’ কিংবা ‘নবাব’—দুটির কোনোটিকেই এগিয়ে রাখছি না। আমি চাই, গত বছরের মতো দুটি ছবিই ভালো ব্যবসা করুক। দুই বাংলার ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াক। ” জিতের মুখে এমন প্রশংসা শুনে শাকিব খুশি। তিনি বলেন, “জিৎ খুব ভেবেচিন্তে কাজ করেন। বছরে বড়জোর দুই-তিনটা ছবিতে দেখা যায় তাঁকে। আমি ‘বস ২’-এর ট্রেইলার ও গান দেখেছি। ভালো লেগেছে। মানতে হবে বাংলাদেশে জিতের অনেক দর্শক রয়েছে। ‘বাদশা’ তার প্রমাণ। আশা করছি, ‘বস ২’ ছবিটিও ভালো করবে। আমি কখনো দুই বাংলার ইন্ডাস্ট্রিকে আলাদা চোখে দেখতে চাই না। জিতের ছবি এখানে মুক্তি পাবে, আমার ছবিও কলকাতায় মুক্তি পাবে। তবে নজর রাখতে হবে কাজটা যেন একতরফা না হয়। ”