চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরটা বাংলাদেশের জন্য খুবই রোমাঞ্চকর ছিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্টে অংশ নিলেও প্রতিযোগীতা চলাকালীনই একাধিকবার এর উত্থান-পতন হয়। আবার শেষটাও হয়েছে দারূণ। র্যাঙ্কিংয়ের ষষ্ঠ অবস্থান ধরে রেখেই টুর্নামেন্টকে বিদায় জানিয়েছে টাইগাররা। তবে শঙ্কা এখনো শেষ হয়নি। র্যাঙ্কিং টেবিলে নিজেদের অবস্থান নিশ্চিত করতে এখন তাদের তাকিয়ে থাকতে হবে ভারত-পাকিস্তানের ফাইনাল ম্যাচের দিকে।
এখানে অবশ্য প্রাপ্তির আশা নেই, তবে হারানোর ভয় আছে। পাকিস্তানকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হলে র্যাঙ্কিংয়ে মাশরাফিবাহিনীর অবস্থান অপরিবর্তিতই থাকবে। তবে পাকিস্তান চ্যাম্পিয়ন হলে বাংলাদেশকে টপকে ছয়ে উঠে আসবে তারা। সেক্ষেত্রে একধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ।
আইসিসি'র র্যাঙ্কিং টেবিলে বর্তমানে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে মাশরাফির দল। এক পয়েন্ট কম নিয়ে সপ্তম স্থানে আছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতলে দুই রেটিং পয়েন্ট বেড়ে পাকিস্তানের পয়েন্ট দাঁড়াবে ৯৫। ফলে তখন তারা র্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে আর এক ধাপ পিছিয়ে সপ্তম অবস্থানে চলে যাবে বাংলাদেশ।
অন্যদিকে, ভারত জিতলে এক রেটিং পয়েন্ট কমবে পাকিস্তানের। ৯২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে আটে নেমে যাবে দলটি। এদিকে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাতে উঠে আসবে বর্তমানে অষ্টম অবস্থানে থাকা শ্রীলঙ্কা। আর অপরিবর্তিত থাকবে বাংলাদেশের রেটিং পয়েন্ট এবং র্যাঙ্কিংয়ের অবস্থান।