জমি দখল নিয়ে বিরোধে ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় ৬নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সস্পাদক প্রদীপ পালের লাঠির আঘাতে সাবেক ইউপি সদস্য খিতিশ পাল (৭০) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে (১৬ জুন) জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ইউপি সদস্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলা জামালপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় ৬নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সস্পাদক প্রদীপ পাল ক্ষমতার দাপট দেখিয়ে সাবেক ইউপি সদস্য খিতিশ পালের প্রায় সাড়ে ১২ শতক জমি জবর দখলের পায়তারা করে আসছিল। শুক্রবার ওই যুবলীগ নেতা দলবল নিয়ে ইউপি সদস্য খিতিশ পালের জমি দখল করতে আসে। এ সময় খিতিশ পাল জমি দখলে বাধা প্রদান করার চেষ্টা করলে ওই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সস্পাদক প্রদীপ পাল লাঠি দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন সাবেক ইউপি সদস্য খিতিশ পালকে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
জামালপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী জানান, সাবেক ইউপি সদস্য খিতিশ পাল জমির বিরোধে যুবলীগ নেতা প্রদীপের লাঠির আঘাতে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে প্রদীপ পালের সাথে কথা বললে তিনি বিষয়টিকে 'আমাদের পারিবারিক' বলে এড়িয়ে যান। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।